১৭ অক্টোবর, ২০২১

কি ছিলো টাকলা মুরাদ এর ইসলাম এবং গণতন্ত্র বিরোধী বক্তব্যের উদ্দেশ্য

টাকলা মুরাদের গনতন্ত্র এবং ইসলাম বিরোধী বক্তব্যের কারণ বা উদ্দেশ্য কি?





এই বক্তব্যে লক্ষনীয় বিষয় গুলো হলো

  • টাকলার কথা বলার ধরন
  • টাকলা সকল ধর্ম বিকৃত করেছে
  • টাকলা গনতন্ত্রকে অস্বীকার করেছে
  • টাকলা ইসলামকে অস্বীকার করেছে
  • টাকলা ইসলাম বিরোধীতা করেছে
  • টাকলা মুসলমানদের নামে মিথ্যা অপবাদ দিয়েছে
  • টাকলা ডিফেন্স এবং সেনাবাহিনীদের নিয়ে কটুক্তি করেছেন
টাকলার কথা বলার ধরন টা এমন ছিল এতো আহ্লাদ/আনন্দিত দেখাচ্ছিল যে ওর দীর্ঘদিনের প্রচেষ্টা সফল হয়েছে।

শারদীয় দূর্গা উৎসব এটি এটি নাকি কোনো ধর্মের উৎসব নয়। এটি নাকি সমগ্র বাঙালি জাতির। বাঙালি জাতির এটা কিভাবে হলো। সবাই মিলে মূর্তি পূজা করবে তার জন্যই কি বাঙালী একাত্তরে মুক্তিযুদ্ধ করেছিল, তাহলে কি যে হিন্দুরা বাংলা জানেন না তারা এই উৎসব পালন করতে পারবে না।

টাকলা বলেছেন এই দেশ নাকি মজিবরের এবং তার সুযোগ্য কন্যা হাসিনার। তাহলে আমরা কারা? গনতন্ত্রের মূল নীতি হলো জনগণের ভোটের মাধ্যমে জনগণের সেবক নির্বাচিত করা। হাসিনার দেশ হলে আমরা কি ভাড়াটিয়া নাকি হাসিনার দয়ায় এ দেশে বসবাস করি।

বাংলাদেশের সংখ্যগরিষ্ঠ মুসলিম থাকার পরও টাকলা ইসলামকে রাষ্ট্রধর্ম এবং বাংলাদেশকে ইসলামীক কান্ট্রি হিসেবে অস্বীকার করেছে।

টাকলা ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম থেকে বাদ দিতে চেয়েছে তার করণ বাংলাদেশে ভারতের মতো মুসলমানদের দিয়ে যেতে জয়রাম বলাতে পারে।

টাকলা মুসলমানদের নামে মিথ্যা অপবাদ দিয়েছে। মুসলমানরা নাকি হিন্দুদের উপর অন্যায়, অত্যাচার, ধর্ষণ এবং হত্যা করেন। মুসলমান কারা মুসলমানদের ধর্ম গ্রন্থ কি এর বৈধতা প্রদান করে। হিন্দুদের ধর্ম গোহত্যা মহা পাপ তারা এর বিরোধিতা করে। আমরা তো তাদের শূকর খেতে নিষেধ করিনা। তাহলে মুসলমানদের কাছে কিভাবে হিন্দুরা অত্যাচারিত হলো।

টাকলা একজন সেনাপ্রধান দেশের জন্য যারা জীবন বাজি রাখে দেশকে রক্ষা করার জন্য সর্বক্ষণ সচেষ্ট থাকেন, তাকে সামান্য একজন লেফট রাইট করা জেনারেল বলেছেন। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এতোটাই প্রভুভক্ত কুত্তায় পরিণত হয়েছে যে তাদের কাজ শুধু এদের হুকুম পালন করা এরচেয়ে তারা বেশি কিছুই করতে পারবেনা। এইরকম ধারণা ছাড়া এমন জঘন্য মন্তব্য সম্ভব নয়। আমি মনেকরি এতে আমার যে ভাইরা নিজের জীবন বাজী রেখে দেশের মানুষের এমন বেঈমান অকৃতজ্ঞ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করেন তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাই এর প্রতিবাদ করা অত্যন্ত জরুরি।



শেয়ার করুন

0 coment rios: