২৪ ফেব্রুয়ারী, ২০২২

এস. আই. এবং অভি গাড়ির অভিনব প্রতারণা - fancy fraud of si and ovi enterprise

এস. আই. এবং অভি গাড়ির অভিনব প্রতারণা - fancy fraud of si and ovi enterprise

ভ্রমণ সবসময় সবার কাছে সুখময় হয় না। কেউ আনন্দ বিনোদনের জন্য ভ্রমণ করে, কেউবা নিত্যান্ত প্রয়োজনে। কিন্তু সবারই আকাঙ্ক্ষা থাকে তার ভ্রমণটি যেনো হয় নিরাপদ এবং আরামদায়ক। সেই লক্ষ্যে বেশি টাকা খরচ করি এবং বেশিরভাগ সময়ই প্রতারিত হই।

আজ আমি উত্তরবঙ্গের এই ধরনের কিছু প্রতারকদের সাথে পরিচয় করিয়ে দিব। উত্তরবঙ্গের সুনামধন্য এবং কথিত ডাইরেক্ট গাড়ি এস. আই এবং অভি, এরা বেশ কিছুদিন যাবৎ করোনার দোহাই দিয়ে যেখানে সেখানে লোক উঠানামা করান। তবে এখন তারা আবিস্কার করেছেন নতুন কৌশল।

প্রতারণা কৌশলগুলো হলোঃ
  • এক গাড়ির টিকিট অন্য কাউন্টারে বিক্রি, সেই টিকিটে গাড়িতে উঠতে দিলেও সিট দিবে না।
  • সিট প্লান এবং টিকিট ছাড়া যাত্রী নেওয়া।
  • কাউন্টার ছাড়া রাস্তায় রাস্তায় যাত্রী ওঠানামা করানো।
  • যেকোনো সময় যেকোনো জায়গায় যান্ত্রিক ত্রুটি ছাড়াই গাড়ির পরিবর্তন করা।
  • নিরাপত্তা জনিত যেমন হিজরা বা বহিরাগতদের দ্বারা হয়রানি করা।


উপরের ছবিটিতে লক্ষ করুন অভির টিকিট, এস আই গাড়ি। টিকিটের সিট C1, C2 and D1 কিন্তু বসে আছি সবার পিছনের সিটে।

বিশদ বিবরণঃ
আমি মোঃ আবদুল্লাহ আল মুতী সোহাগ খাঁন ২২ শে ফেব্রুয়ারী ২০২২ এর সকালে সিরাজগঞ্জের উদ্দেশ্যে আব্দুল্লাহপুর অভি কাউন্টারে টিকিট ক্রয় করতে যাই। সেখানকার কর্তব্যরত ব্যাক্তি জানান অভি গাড়ি আসতে বিলম্ব হবে তাই এস. আই. গাড়িতে যাবার। এবং আকর্ষণীয় সিট A4 অফার করে, তাই রাজি হয়ে যাই এবং অভির টিকিট নিয়ে এস. আই. গাড়িতে উঠি। উঠে দেখি পিছনের গোটাকয়েক সিট বাদে সবগুলোই বুকিং। যাইহোক পিছনের সিটে কষ্ট করেই সিরাজগঞ্জে আসি।

এবার ফেরার পালা ২৪ শে ফেব্রুয়ারী ২০২২ ঢাকায় ফেরার পালা, সকাল ৬টা ৪৫মিনিটে সিরাজগঞ্জ বাজার স্টেশনের অভি কাউন্টারে উপস্থিত হই ৭টা ৩০ মিনিটের আব্দুল্লাহপুরগামী বাসের টিকিট ক্রয় করি। গাড়ি খালি থাকায় সামনেই সিট পেয়ে যাই। পথের মধ্যে যাত্রী উঠানামার ফলে গাড়ি পূর্ণ এবং খালি হতে থাকে। গাড়টি যখন চন্দ্রা আসে তখন গাড়ির ড্রাইভার এবং সুপারভাইজার সামনে যেতে অস্বীকৃতি জানান, এবং জোরপূর্বক অন্য একটি এস. আই. গাড়িতে তুলে দেয়। সেখানে যাত্রীদের বসার জায়গার অভাব দেখা দেয়। এবং ১ম এবং ২য় ধাপে যাত্রী হয়রানির পর যাত্রীদের সাথে অশোভন আচরণ এবং যারা বাসে বমি করেন তাদের সাথে চরম পর্যায়ে দূরব্যাবহার করা হয়। 

উপরিউক্ত অভিজ্ঞতা থেকে উত্তর বঙ্গের যাত্রীদের জন্য আমির নির্দেশনাগুলো হলোঃ
  • ডাইরেক্ট গাড়ি মনে করে এস. আই. এবং অভি গাড়িতে উঠবেন না।
  • এক কাউন্টার থেকে অন্য গাড়ির টিকিট কিনবেন না।
  • সিটে বসার পূর্বে গাড়িভাড়া দিবেন না।
  • খুচরা ২০ - ৫০ টাকা আলাদা রাখুন।
  • গ্যানজাম এবং ঝামেলা করার সামর্থ্য বা মানসিকতা না থাকলে এই গাড়িতে উঠবেন না।
  • যারা গাড়িতে বমি করেন তারা এই গাড়িতে উঠবেন না।
  • যাদের আত্মসম্মান বোধ আছে, এবং গাড়ির স্টাফদের কাছে থেকে ভালো ব্যাবহার আশা করেন তারা এই গাড়িতে উঠবেন না।