১৭ নভেম্বর, ২০২১

যে ভাবে আমরা নিজেদের অজান্তেই বড়লোক হচ্ছি

যে ভাবে আমরা নিজেদের অজান্তেই বড়লোক হচ্ছি


অর্থনীতি শাস্ত্র একটু বেশিই জটিল, এখানে বিভিন্ন পরিভাষা এবং নিয়ম নীতি রয়েছে। যা একজন অর্থনীতিবিদ সবচেয়ে ভালো বোঝেন। কিন্তু বাংলাদেশের রাজনীতিবিদরাও কম নয়, সাদা কালো উপার্যনের অগাধ অর্থ হিসাব করতে করতে তারাও এখন অর্থনীতিবিদ। কজন অর্থনীতিবিদ নিজের টাকার হিসাব করে এবং সেগুলো লোকচক্ষুর আড়ালে নিরাপদে রাখতে পারে।

এখন অর্থনীতি এবং অর্থনীতিবিদের সংগা পরিবর্তন হয়েছে। ডিজিটাল বাংলাদেশে যারা জনগনের ধন সম্পদ লুটেপুটে যারা ধনসম্পদের পাহাড় তৈরি করেছেন তারাই বড় অর্থনীতিবিদ। তাদের কাছে অর্থনীতির উন্নয়ন জনগনের কল্পনাতীত। অর্থনীতির এ উন্নয়ন আজ দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে আমাদের অর্থ। সেখানে গড়ে উঠছে বিলাশবহুল হোটেল এবং বড় বড় ব্যাবসা প্রতিষ্ঠান।

সামগ্রীক বিষয়টি বিবেচনা করা হলে বাংলাদেশর অর্থনীতির উন্নয়ন এবং প্রসার ঘটেছে। যার প্রভাব আমাদের মাথাপিছু আয়েব মধ্যে প্রকাশিত হয়েছে। মাথাপিছু আয় হলো আমাদের মোট আয়ের গড়, যা আমাদের অর্থনীতির উন্নয়ন প্রকাশ করলেও জনগন তার ফল তখনি ভোগ করবে যখন অর্থনৈতিক বৈষম্য রোধ এবং বিদেশে টাকা পাচার বন্ধ করা সম্ভব হবে।

অর্থনীতিবিদ দের মতে অর্থনীতিঃ কোনো নির্দিষ্ট সময়ে (সাধারণত এক বছর) কোনো দেশের জনগণ মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য বা সেবা উৎপাদন করে, তার অর্থমূল্যকে মোট জাতীয় উৎপাদন বা জিএনপি বলে। জাতীয় উৎপাদনের মধ্যে দেশের অভ্যন্তরে বসবাসকারী ও কর্মরত বিদেশি ব্যক্তি ও সংস্থার উৎপাদন বা আয় অন্তর্ভুক্ত হবে না। তবে বিদেশে বসবাসকারী ও কর্মরত দেশি নাগরিক, সংস্থা ও প্রতিষ্ঠানের উৎপাদন বা আয় অন্তর্ভুক্ত হবে।

রাজনীতিবিদ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মতেঃ আমাদের মাথাপিছু আয় বড়েছে। আড়াই হাজার ডলার ছাড়িয়ে যাচ্ছে। শনৈ শনৈ বৃদ্ধি পাচ্ছে, রাত পোহালেই আয় বাড়ছে বাংলাদেশের, আমরা টেরই পাচ্ছি না। আমরা অজান্তেই বড়লোক হয়ে যাচ্ছি। তিনি সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, ‘তবে বড়লোকের বড়লোকি কিছু রোগও হয়, সেই রোগ থেকে যেন আমরা মুক্ত থাকি।

সাধারণত মানুষ বড়ো লোক হয়ে পেটে ক্ষুধা নিয়ে ধনসম্পদ খুজছেন। এটা গরীবের বড়লোকি রোগ। আর কেউ কেউ টাকার এবং ক্ষমতার দাপটে কুলাঙ্গারের মতো যা খুশি করছে এবং গাজাখুরি বক্তব্য দিচ্ছে। এটা হলো কিছু কিছু রাজনীতিবিদ দের উন্নয়ন।

আমাদের দেশে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে, এটি একটি স্বংয়সম্পূর্ন দেশ। দেশের সম্পদ এবং জনশক্তির সঠিক ব্যবহার আমাদের সত্যিকারের অর্থনৈতিক উন্নয়নের স্বাদ দিতে পারে। কিন্তু কিছু অসৎ দুর্নীতিবাজ অমানুষ এই সম্পদ নিজেরা লুটপাট করে খাচ্ছে বাকিটা বিদেশে পাচার করছে। জনগণকে তাদের দূর দশার কথা বলার সুযোগ না দিয়ে জনগণকে নামে বড়লোক বানিয়ে দিচ্ছেন। আর কেউ যদি দূর দশার কথা জানিয়ে সরকারের নিকট সাহায্য প্রার্থনা করে, তাহলে রাষ্ট্রদ্রোহের অপরাধে অমানবিক নির্যাতন এবং শাস্তি প্রদান করছেন।

কেউ নিরবে অধ্যাহারে অনাহারে দিন কাটাচ্ছে, কেউ প্রতিবাদ করে খুন হচ্ছেন, কেউবা নিজে নিজেই আত্মহত্যা করছেন। কিন্তু এসব দেখার কেউ নেই। রাজনীতিবিদগণ জনগণের টাকায় পেট ভরিয়ে মনের সুখে উন্নয়নের গান গাচ্ছেন আর বিদেশে টাকা পাচার করছেন।

যাইহোক সামান্য ইউপি নির্বাচনে বিরোধী দলের অনুপস্থিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রচুর পরিমাণে আসন দখল করার পরেও ৭০-৮০ জনের বেশি মানুষের জীবন যাওয়া সেটা সাধারণ ঝগড়া ঝাটি। বড়ো মনমানসিকতা এবং উন্নয়নশীল দেশ ছাড়া এটা কখনো হতে পারে না।

শেয়ার করুন

0 coment rios: