২৪ নভেম্বর, ২০২১

স্বাধীনতার চেতনা নয় আমরা স্বাধীনতা চাই

স্বাধীনতার চেতনা নয় আমরা স্বাধীনতা চাই


স্বাধীনতা প্রতিটি জাতির গৌরবের, আনন্দের এবং স্বরণীয় দিন। কারন স্বাধীনতা আমাদের মুক্ত, স্বাধীন এবং সম্মান নিয়ে বাঁচার অধিকার দিয়েছে। এজন্য আমরা সাত কোটি মুক্তিযোদ্ধা, ত্রিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ বীরাঙ্গনা সকলের কাছে কৃতজ্ঞ এবং তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। এবং এই দিনটি আমরা বিষেশভাবে উৎযাপন করি।

আজ বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছরে আমরা যখন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎযাপন করছি, তখন আমাদের স্বাধীনতাই বিলুপ্ত, পড়ে আছে শুধু চেতনা। কেনো ৭ কোটি মানুষ হাতে অস্ত্র তুলে নিলো, কেনো ৩০ লক্ষ মানুষ জীবন দিলো, কেনো দুই লক্ষ মা বোন ধর্ষিতা হলো, শুধুমাত্র একটি পরিবারের গোলামী করার জন্য, এই কি আমাদের স্বাধীনতা? 

কেনো আজও আমাদের অধিকার আদায়ের জন্য রাজপথে নামতে হয়, কেনো সুবিচারের দাবিতে আমাদের আজও মিছিল করতে হয়, কেনো অন্যায়ের প্রতিবাদ করার জন্য আজও আমাদের উপর নির্বিচারে গুলি চালানো হয়। কেনো আজো আমার মা বোন ধর্ষিত হয়, কেনো আজো আমাদের অর্থ অবৈধভাবে বিদেশে পাচার করা হয়, কেনো অর্থের অভাবে একজন বিজিবি সদশ্যকেও ( সোহরাব হোসাইন চৌধুরী ) আত্মহত্যা করতে হয়, কেনো নেই কোনো জনগণের কথা বলার অধিকার? 

নেই তার কোনো কোনো উত্তর, নাই কোনো বিচার, নাই কোনো প্রতিরোধ, নাই কোনো প্রতিকার। সাধারন মানুষ প্রতিবাদ করলেই হয় বিএনপি, জামাত, রাজাকার। এটি আজ মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ নেই শিবির বলে হিন্দু বিশ্বজিৎকে হত্যা করা হয়েছে। হিন্দু মহাজোটের নেতা গোবিন্দ প্রামাণিককেও জামাতের নেতা কর্মী বলে ঘোষনা করা হয়। কারন দেশে আজ কোনো স্বাধীনতা নেই আছে শুধু চেতনা, আজ নেই কোন স্বসস্ত্র মুক্তিযোদ্ধা, আছে অস্ত্রধারী সন্ত্রাস আর নিরস্ত্র, নিরীহ বাঙ্গালী।

স্বাধীনতার চেতনাকে পুজি করে কেউ একাধারে ৩ বারের মতো প্রধানমন্ত্রী, কেউ শতো শতো কোটি টাকার মালিক, কারো কারো রয়েছে উন্নত দেশে বিলাশবহুল বাড়ি, গাড়ি এবং বড় বড় ব্যাবসা প্রতিষ্ঠান। আর আমাদের দেশের মানুষ উন্নয়নের গল্প শুনছে, ফাঁসিতে ঝুলছে, গুম, খুনের স্বীকার হচ্ছে, নারীরা ধর্ষনের স্বীকার হচ্ছে, মানুষ অধ্যাহারে অনাহারে জীবন যাপন করছে, ঋণে দায়ে জর্জরিত হয়ে  আত্মহত্যা করছে।

চেতনা ব্যাবসায়ীরা আমাদেরকে স্বাধীনতার চেতনা দিয়ে, নিয়েছে আমাদের স্বাধীনতা। তাই তারা স্বাধীনভাবে লু্টপাট, গুম খুন করেই যাচ্ছে, বেহায়া, নির্লজ্জের মতো উন্নয়নের গল্প শোনাচ্ছেন। সাধারন মানুষকে দমিয়ে রাখছেন। সাধারন মানুষের দূর্দশার কথা অস্বীকার করে বলছেন। আজ আর দেশে কোন অভাব নেই, সবাই খেয়ে পড়ে বেঁচে আছে। জিনিস পত্রের দাম যতোই বাড়ুক কেউ কিন্তু না খেয়ে মরছে না।

যেখানে জনগণের মত প্রকাশের স্বাধীনতা নেই, ভোটের অধিকার নেই, আদালতে বিচার নেই, বিচার চাইলে নিকৃষ্টভাবে ভেংচি কাটা হয়। যেখানে মানবধিকার লঙ্ঘিত, সেখানে কিসের স্বাধীনতা, কিসের স্বাধীনতার চেতনা। তাই আসুন আমরা একাত্তবের মতো দল মত নির্বিশেষে সবাই এক হই, এক কন্ঠে বলি আমরা স্বাধীনতার চেতনা নয় আমরা আমাদের স্বাধীনতা চাই।

শেয়ার করুন

0 coment rios: